CMC Math Challenge 2022

হ্যালো বন্ধুরা! তোমরা সবাই হয়ত চলমান বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে অংশ নিচ্ছো। কিছুদিন আগেই আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা শেষ হলো। খুব শীঘ্রই সম্ভবত রেজাল্ট দেওয়া হবে। এ বছর অনান্য বারের মতো আঞ্চলিক বিজয়ীরা সরাসরি জাতীয় পর্যায়ে অংশ নিতে পারবে না। এর পূর্বে তাদের অংশ নিতে হবে বিভাগীয় প্রতিযোগিতায় ।এজন্য CMC আয়োজন করছে "CMC Math Challenge 2022 "। আগামী ১২ তারিখ, শনিবার, বিকাল ৩টায় “গণিতযজ্ঞ” এ মকটি অনুষ্ঠিত হবে। তো, মকে অংশ নিতে হলে কি করতে হবে?

১.এজন্য প্রথমে গণিতযজ্ঞে এ একটি একাউন্ট খুলতে হবে। লিংক প্রথম কমেন্টে। একাউন্ট খুলতে এই লিঙ্কে প্রবেশ করো https://gonitzoggo.com/register

২.এরপর গণিতযজ্ঞ একাউন্টটিতে লগইন করো।

৩.শুক্রবার পোস্টের মাধ্যমে এর কন্টেস্টের লিংক দিয়ে দেওয়া হবে। তাছাড়া গণিতযজ্ঞে কন্টেস্ট মেন্যু থেকেও কন্টেস্টে প্রবেশ করা যাবে। তোমরা সেখানে সাইন আপ অপশনে ক্লিক করে কন্টেস্টে অংশ নিতে পারবে। তোমরা এখানে রিমাইন্ডারও সেট করে দিতে পারবে, এতে সময় ভুলে যাবার কারণে কন্টেস্ট মিস হবে না।

৪. তোমরা কন্টেস্টের পূর্ব পর্যন্ত গণিতযজ্ঞে সংরক্ষিত সমস্যাগুলো সমাধানের চেষ্টা করে নিজেকে ঝালাই করে নিতে পারো।

কন্টেস্ট সম্পর্কিত কিছু তথ্যঃ

১. “সবার কি একই প্রশ্ন থাকবে?”

না; কন্টেস্টে প্রাইমারি, জুনিয়র এবং সিনিয়র বিভাগ থাকবে। সিনিয়র বিভাগে সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি উভয়ই প্রতিযোগীতা করবে।

২. “কতক্ষণ এক্সাম হবে?”

এক্সাম হবে ১ ঘণ্টা। এ সময়ের তোমাকে উত্তর করতে হবে। যেকোনো প্রশ্নের উত্তর সাবমিট করার পর তুমি লাইভ লিডারবোর্ডে নিজের অবস্থান দেখতে পারবে।

৩.“ভাই আমি তো মনে হয় আঞ্চলিকে চান্স পাবো না। আমি কেন দিবো?”

দেখো তুমি যদি তোমার গণিতের জ্ঞানটা অলিম্পিয়াডের পুরষ্কার দিয়ে মাপো তাহলে তোমার গণিতের প্রতি ভালোবাসা ও স্কিল তো বাড়বেই না, বরং এটাকে তুমি স্কুল কলেজের পরীক্ষার সাথে তুলনা করা শুরু করবে। তাই রেজাল্ট যা-ই হোক মক দিতে কোনো সমস্যা নেই। দিয়েই দেখো, নতুন কিছু হয়তো শিখতে পারো!

তাহলে দেখা হচ্ছে ১২তারিখ, শনিবার বিকাল ৩টায়। ততসময় পর্যন্ত সমস্যার সাগরে ডুব দাও আর সাঁতার কাটো।

#হ্যাপি_প্রব্লেম_সলভিং