Gonitzoggo Olympiad Preparation Camp

গাণিতিক সমস্যা দেখলেই মাথায় ঝড় ওঠে? সমাধান করতে পারলে মনে হয় বিজয়ের আনন্দ? তখনই বুঝে নিতে হবে, তোমার মধ্যে সুপ্ত হয়ে আছে ভবিষ্যত গণিতযোদ্ধা!

কিন্তু তোমার এই সুপ্ত প্রতিভাকে অলিম্পিয়াডের মঞ্চে ঝলমল করতে দিতে হলে প্রয়োজন গণিতের রঙিন তত্ত্ব, নিয়মিত অনুশীলন এবং সর্বোপরি সঠিক দিকনির্দেশনা।

সেই চিন্তা থেকেই জন্ম নিয়েছে —
🎯 “গণিতযজ্ঞ অলিম্পিয়াড প্রস্তুতি কোর্স ২০২৫”

গণিতের মঞ্চে তোমাদের এই যাত্রাকে সুগম করতেই আমাদের এই আয়োজন!

💡 এই কোর্সে তুমি যা পাবে

🔹 ২০ টি ক্লাসের এই যাত্রায় — যেখানে চারটি অলিম্পিয়াড শাখা (অ্যালজেব্রা, কম্বিনেটরিক্স, জ্যামিতি, নাম্বার থিওরি, গ্রাফ থিওরি, জিওমেট্রিক্যাল থিওরি, ট্রায়াঙ্গেল থিওরি) থেকে বাছাই করা টপিক কভার করা হবে।

🔹 সর্বমোট ২০ টি ক্লাস রাখা হচ্ছে
• গাণিতিক তত্ত্ব ও ধারণা বোঝানোর জন্য
• গাণিতিক সমস্যা সমাধানে পারদর্শী হবার জন্য
🔹 প্রতিটি সেশনের পর থাকবে —
• সুন্দরভাবে লেখা নোটস
• এবং অনুশীলনের জন্য প্রবলেম সেট, যাতে চিন্তাকে আরও ধারালো করা যায়।

সব সেশন পরিচালনা করবেন দেশের ও আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞ অলিম্পিয়াডিয়ানরা —
যারা জানে অলিম্পিয়াডের পথে কেমন চ্যালেঞ্জ আসে, আর কীভাবে তা জয় করতে হয়।

🚀 এখনই শুরু করো তোমার যাত্রা

রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/sNtR7JmsYTtDX2ow9

ক্যাম্পের রেজিস্ট্রেশন ফি সর্বমোট ৫০০০৳, তবে আর্লি বার্ড রেজিস্ট্রেশনের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি ৪৫০০৳।
আর্লি বার্ড রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৫ নভেম্বর পর্যন্ত, এবং ক্যাম্পের রেজিস্ট্রেশন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।

পেমেন্ট কিংবা কোর্স সংক্রান্ত কোনো প্রশ্নের জন্যেঃ

ইমেইল এড্রেসঃ support@gonitzoggo.com

ফোন নম্বরঃ +8801799525733

অথবা মেসেজ পাঠাও আমাদের ফেসবুক পেজে।

হয়তো তুমি এখনো জানো না,
তোমার ভেতরই লুকিয়ে আছে পরের প্রজন্মের অলিম্পিয়াড তারকা।

“গণিতযজ্ঞ অলিম্পিয়াড প্রস্তুতি কোর্স ২০২৫”–এর সঙ্গে সেই সম্ভাবনাটাকে জাগিয়ে তোলো,
আর নিজেকে তৈরি করো এমন একজন চিন্তাবিদ হিসেবে,
যে শুধু উত্তর জানে না — উত্তর খুঁজে বের করতে পারে।

গণিতের রঙ্গমঞ্চে তোমার যাত্রা শুভ হোক!

1 Like