Help!Help! Help! The customer!

গোয়ালার গরুর খাটি দুধ

বেনু গোয়ালার কাছে ১ টি কলসিতে ১০ লিটার দুধ এবং দুধ মাপার ২ টি খালি পাত্র - ১ টি ৫ লিটারের, অন্যটি ৩ লিটারের। সকাল সকাল এক ক্রেতা এসে ১ লিটার দুধ নিতে চাইলো। বেনু গোয়ালা তো দিয়ে দিল। কিন্তু ক্রেতা র তো ঠিক মাথায় ঢুকল না। কেমনে ৫ আর ৩ দিয়ে ১ হয়য়?? আসলেই কি এটা সম্ভব?? না হলে উত্তর দাও কেন না।। আর সম্ভব হলে কিভাবে সম্ভব??

source

[৫০৫ গানিতিক কুইজ ও সমাধান]

৫ লিটারের পাত্রটি দিয়ে ২ বার দুধ নিয়ে আলাদা একটা পাত্রে রাখতে হবে,তারপর ওই পাত্রটা থেকে ৩ লিটারের ১ টি পাত্র দিয়ে ৩ বার দুধ তুলে সরিয়ে নিতে হবে।তাহলে ওই পাত্রে অবশিষ্ট দুধের পরিমাণ=(৫×২)-(৩×৩)=১০-৯=১ লিটার

আপনার কাছে ৫ লিটারের দুইটি পাত্র নেই। শুধু এই দুইটি পাত্র দিয়েই ১ লিটার দুধ দিতে হবে। আবারো চেষ্টা করুন
:slightly_smiling_face:

ANSWER IS....

৫ লিটারের পাত্র থেকে ৩ লিটার দুধ সরিয়ে নিতে হবে।
এরপর অবশিষ্ট থাকে ২ লিটার। এখন ঐ অবশিষ্ট ২ লিটার আবার ২ দ্বারা ভাগ করলেই রইল লিটার

1 Like

বিয়োগ কিভাবে করবা? আরেকটু চিন্তা করো!!!

I have edited. See now.

1 Like

যোগ, বিয়োগ, গুণ -ভাগ যাই করো না কেন কিভাবে করবা একটু explain কর। আরেকটু প্র‍্যাক্টিকালি ভাবতে হবে, এটা দুধ, সংখ্যা না।।

প্রথমে ৫ লিটারের খালি পাত্রে (৩ লিটারের পাত্র দ্বারা) ৩ লিটার দুধ পূর্ণ করতে হবে। এরপর ৩ লিটারের পাত্রটি সম্পূর্ণ পূর্ণ করে ৫ লিটারের টি তে ঢালতে থাকতে হবে।যখন ৫ লিটারের পাত্র টি পূর্ণ হবে,ঠিক সেই মূহুর্তে ৩ লিটারের পাত্রে যে পরিমাণ দূধ থাকবে তাই হলো ১ লিটার

2 Likes

Yeah…Thats correct… :slightly_smiling_face: