Help regarding bdmo

আমি মূলত চাচ্ছি কেউ যেনো আমাকে বিডিএমও নিয়ে এখন আমার কি করা উচিৎ তা নিয়ে একটা গাইডলাইন দিতে। আমি আগামী বছর ক্লাস ৮ এ উঠবো এবং জুনিয়র ক্যাটাগরি থেকে ১ বার ন্যাশনাল এ গিয়েছি। গনিতযজ্ঞে আমি ১২৪ তম অবস্থানে আছি। এখন আমাকে কেও বলে দেন যে কিভাবে আমি ন্যাশনালে ভালো করতে পারি? কিছু সোর্স বুকের নাম বললে ভালো হবে! বিশেষ করে জিওমেট্রির প্রব্লেম গুলা কিভাবে এপ্রোচ করবো?

1 Like
1 Like

জ্যামিতির প্রব্লেম সলভ করার জন্যে সবার আগে আপনার নিজের বই এর জ্যামিতি অংশটুকু শেষ করতে হবে। এরপরে উপরে দেওয়া নোটটিও দেখতে পারেন।

একটি জেনারেল সাজেশন হবে প্রচুর সমস্যার সমাধান করা। বিগত বছর গুলোর প্রশ্ন দেখুন, সেগুলো সমাধান করার চেষ্টা করুন। মোটামুটি ২০১০ থেকে যদি আপনি সমস্যা করা শুরু করেন, আপনার মোটামুটি একটি আইডিয়া হয়ে যাবে অলিম্পিয়াডের সমস্যা নিয়ে। এর মাঝে কোথাও আটকে গেলে গুগল থেকে সাহায্য নিন।
জুনিয়রে থাকা অবস্থায় খুব আহামরি পরিমাণে থিওরি জানার কোনো প্রয়োজনীয়তা নেই, তাই সেদিকে নজর না দিয়ে সমস্যা সমাধানের দিকে জোর দেওয়াই শ্রেয় হবে। তবে একটি বই ফলো করতে পারেন, সেটা হলো Art and Craft of Problem Solving। বিগিনারদের জন্যে শুরুর করার জন্যে একদম আদর্শ বই।

2 Likes