Problem D প্রথম সল্ভ করলো গতবারের বিশ্বচ্যাম্পিয়ন পীকিং ইউনিভার্সিটি
Problem F সবার আগে সল্ভ করেছে University of Illinois Urbana-Champaign
সাধারণত ওয়ার্ল্ড ফাইনালস এ DOMJudge সফটওয়্যার টা ইউজ করা হয়। এইটা বেশ অ্যাডভান্সড। কোন এক বিচিত্র কারণে এই বছরের WF এ PC^2 ইউজ করা হচ্ছে। এই জিনিস প্রাগৈতিহাসিক আমলে ইউজ করা হতো। ২০২৫ এ কেন এইটাকে ফেরত আনা হলো বুঝতে পারলাম না। স্কোরবোর্ডটা Ugly এবং ফেভারিট টিম সিলেক্ট এর কোন অপশন নাই ![]()
Problem D সলভ করে এশিয়া ওয়েস্ট এর টপে উঠে এসেছে ইরানের Sharif University of Technology
Problem D সলভ করে খাতা খুললো MIT
বলতে বলতে প্রবলেম L ও সলভ করে ফেলেছে MIT
Problem J এর ফার্স্ট সলভ হয়েছে University of Chicago এর দ্বারা
দুইটা প্রবলেম সলভ করে এশিয়া ওয়েস্ট এর দ্বিতীয় স্থানে উঠে এসেছে IIIT Hyderabad. দেশী দলগুলোর সলভ এখনো শূন্য
৩৭তম মিনিটে Problem L সলভ করেছে BRACU
৩ টা প্রবলেম সলভ করে বর্তমানে সবার উপরে অবস্থান করছে National University of Singapore
৪৪তম মিনিটে Problem F সলভ করে এশিয়া ওয়েস্টের শীর্ষে এখনো অবস্থান করছে ইরানের Sharif University of Technology
SUST কেবলমাত্র Problem L সলভ করেছে ৪৯তম মিনিটে
চারটা সমস্যার সমাধান করে ২য় অবস্থানে আছে St. Petersburg State University। Russian glory may come back this year.
Problem I সলভ করে MIT উঠে এসেছে পঞ্চম অবস্থানে
বলতে বলতে Problem B সবার আগে সলভ করে র্যাংকলিস্টের শীর্ষে চলে এসেছে St. Petersburg State University. SpSU এইবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল।
৫৪তম মিনিটে প্রবলেম D সলভ করে এশিয়া ওয়েস্টের ৫ম অবস্থানে আছে BRAC University
ব্র্যাকের বর্তমানে ওভারঅল র্যাংক ৭৭
৩ টা প্রবলেম সলভ করে ভারতীয় দলগুলোর মধ্যে শীর্ষে অবস্থান করছে Chennai Mathematical Institute. সবগুলো IIT/NIT এখনো একটা দুইটা সলভ এ আটকে আছে
৬৪ তম মিনিটে Problem D সলভ করেছে SUST
৭৩ তম মিনিটে Problem A সবার আগে সলভ করে এশিয়া ওয়েস্টের শীর্ষে এখনো ইরানের Sharif University of Technology