ICPC World Finals 2025 Bangla Commentary

১২ টা সমস্যার মধ্যে ৯ টি সমস্যা ইতোমধ্যে কমপক্ষে একবার সলভ হয়ে গিয়েছে।

Sharif University of Technology এর বর্তমান ওভারঅল র‍্যাংক ১৫। ইরানের এই একটা ইউনিভার্সিটি এক্সেপশনালি ভালো করে আইসিপিসি তে প্রতিবারই প্রায়

স্কোরবোর্ডের প্রথম ৫ টা দলের সবাই ৫ টা করে সমস্যার সমাধান করেছে। ৬ষ্ঠ সমাধান এর অপেক্ষা এখন।

SpSU Problem J সলভ করে এখনো সবার উপরে। তাদের সর্বমোট সমাধান হয়েছে ৬ টি সমস্যা

ছয়টি সমস্যার সমাধান করে ২য় অবস্থানে উঠে এসেছে চীনের Tsinghua University

SUST প্রবলেম F চেষ্টা করে Wrong Answer পেয়েছে

BRACU ও একই সময়ে প্রবলেম F চেষ্টা করে Wrong Answer পেয়েছে

90 Minute Judge Heuristics এর মতে, এই বছর ব্রোঞ্জ কাট অফ হতে পারে ৮ টা প্রবলেম এ

SpSU প্রবলেম K চেষ্টা করে WA পেয়েছে।

ছয়টি সমস্যার সমাধান করে এখন ৩য় অবস্থানে আছে জাপানের University of Tokyo

BRAC তাদের Problem F এর ২য় অ্যাটেম্পট এও WA পেয়েছে

৯৯তম মিনিটে চতুর্থ সমস্যা সমাধান করে এশিয়া ওয়েস্ট এর ২য় অবস্থানে চলে এসেছে IIT Delhi

Sharif University of Technology তাদের পঞ্চম সমস্যা হিসেবে Problem I চেষ্টা করে WA পেয়েছে

SUST Problem I চেষ্টা করে WA পেয়েছে

সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন St. Petersburg ITMO এর বর্তমান অবস্থান ৪৩। এই বছরটা তাদের কামব্যাক এর বছর না ক্লিয়ারলি।

প্রথম দল হিসেবে প্রবলেম E চেষ্টা করে WA পেয়েছে SpSU

Problem E সবার আগে সলভ করেছে MIT ১১৩তম মিনিটে

Medal Prediction

Gold: 10-11 Solve

Silver: 9-10 Solve

Bronze: 7-8 Solve

Problem A সল্ভ করে স্কোরবোর্ডের শীর্ষে চলে এসেছে Harvard University. এটা নিয়ে তাদের মোট সমাধান হয়েছে ৭টি সমস্যা