National Math Olympiad Preparation Camp by Gonitzoggo

শুরু হতে যাচ্ছে গণিত অলিম্পিয়াড ২০২৩। অলিম্পিয়াডে প্রায়ই দেখা যায় তোমরা অনেকে আঞ্চলিক পর্ব সহজে পার করে ফেলতে পারলেও জাতীয় পর্যায়ে ভালো করতে হিমশিম খাও। জাতীয় অলিম্পিয়াডে তোমরা যাতে তোমাদের প্রবলেম সল্ভিং দক্ষতার আরেকটু উন্নতি ঘটিয়ে আরো ভালো করতে পারো, সেজন্য গণিতযজ্ঞ নিয়ে এসেছে জাতীয় গণিত অলিম্পিয়াডের প্রিপারেশন কোর্স। এই কোর্সটিতে তোমার প্রবলেম সলভিং দক্ষতার উন্নতি করার ব্যাপারে ফোকাস করা হবে, যা তোমাকে অলিম্পিয়াডের জাতীয় পর্বে ভালো করতে সাহায্য করবে।

পাঁচ সপ্তাহ জুড়ে এই কোর্সে সমস্যা-সমাধানের বিভিন্ন বিষয়ে বেশ কয়েকটি সেশন নেয়া হবে যা অলিম্পিয়াড ম্যাথেমেটিক্সে তোমার সমস্যা সমাধানের দক্ষতা উন্নত করতে সাহায্য করবে এবং গণিত অলিম্পিয়াডে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সহায়তা করবে।

কোর্সটি ১ জানুয়ারি ২০২৩ - এ শুরু হবে৷ ৫ সপ্তাহের প্রতিটিতে সিনিয়রদের ৩ টি এবং জুনিয়রদের জন্য ২ টি করে সেশন হবে, এর পাশাপাশি প্রতি সপ্তাহে একটি করে প্রবলেম সল্ভিং সেশন নেয়া হবে। সব মিলিয়ে সিনিয়রদের জন্য ২০টি এবং জুনিয়রদের জন্য ১৫ টি সেশন নেয়া হবে। এই কোর্স সবার জন্য উন্মুক্ত। তবে আমাদের ক্লাসের গঠন অনুসারে, এই কোর্স তাদের জন্য সবচেয়ে বেশি কার্যকরী হবে যারা জাতীয় অলিম্পিয়াড এ ভালো করতে চায়, তার মানে যারা আঞ্চলিক পর্ব উপযোগী সমস্যার সমাধান এ পারদর্শী.

জুনিয়র ক্যাটাগরির শিক্ষার্থীদের নিম্নোক্ত টপিকসমূহের উপর সেশন নেয়া হবেঃ

  1. Introduction, Counting
  2. Symmetry, Induction
  3. Angle Chase
  4. PHP, external principle
  5. Algebra
  6. Divisibility
  7. Area
  8. Length, Ratio
  9. Circle
  10. Equation Solve

সিনিয়র ক্যাটাগরির শিক্ষার্থীদের নিম্নোক্ত টপিকসূহের উপর সেশন নেয়া হবেঃ

Algebra:

  1. Ad hoc
  2. Functional Equation
  3. Inequality
  4. Sequence

Combinatorics:

  1. Set, Basic Counting
  2. Induction, Symmetry
  3. PHP, External
  4. Invariance, Colouring

Geometry:

  1. Angle Chase
  2. Circle, Collinearity, Concurrence
  3. Area, Length, Ratio
  4. Trig

Number Theory:

  1. Divisibility
  2. Modular Arithmetic
  3. Equation Solve

প্রতি টপিকের সেশনের পরে ঐ সেশনে পড়ানো বিষয়বস্তের উপর নোট দেয়া হবে।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া:

  1. জুনিয়র ক্যাটাগরির রেজিস্ট্রেশন ফি ২০০০ টাকা, সিনিয়র ক্যাটাগরির রেজিস্ট্রেশন ফি ৩৫০০ টাকা
  2. পেমেন্টের তথ্য সহ ফর্মটি পূরণ করতে হবে।
  3. আমরা নিবন্ধন যাচাই করার পরে আমরা তোমাকে একটি নিশ্চিতকরণ ইমেল পাঠাব।

জুনিয়র ক্যাটাগরির রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/jm4DBhdBx7ibPKYs7
সিনিয়র ক্যাটাগরির রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/dsRFcjZGn3Ku9qCn7

রেজিস্ট্রেশন এর শেষ সময় ১ জানুয়ারি দুপুর ১২ টা

6 Likes

higher secondary category er nationals er sokol topic cover hobe ?

1 Like

The mentioned topics for the senior category will cover a big chunk of the national olympiad syllabus.

2 Likes

how and when will the classes be held? Where will the link be given?

All the registered students will be added to a google classroom by today, and further information will be provided there.

class kobe suru hobeh?

course duration kmn hobe?

Class started today.

Course duration is 5 weeks

Will National round be arranged after 5 weeks?!

Yes, It will occur in February

2 Likes