Olympiad Training Course by Gonitzoggo

গণিতযজ্ঞ নিয়ে এলো অলিম্পিয়াডের প্রস্তুতির জন্যে নতুন কোর্স

এবারের কোর্সটি ১০ সপ্তাহব্যাপী অলিম্পিয়াডের চারটি শাখা (এলজেব্রা, কম্বিনেটরিক্স, জ্যামিতি, নাম্বার থিওরি) এর মোট ১০ টি বিষয় সংবলিত হবে। প্রত্যেক সপ্তাহে একটি করে বিষয়ের উপর ২ টি করে সেশন হবে। প্রথম সেশনটি ওই সপ্তাহের বিষয়ের উপর থিওরিটিকাল আলোচনা করা হবে, অলিম্পিয়াডের জন্যে যা যা জানা প্রয়োজন এগুলো নিয়ে। সাথে বিষয়টি বুঝার জন্যে ঐ বিষয়ের উপর নোট এবং প্রাক্টিসের জন্যে আলাদা প্রব্লেম সেট দেওয়া হবে। দ্বিতীয় সেশন ওই বিষয়ের প্রব্লেম সল্ভিং এর উপর আলোচনা করা হবে। মূলত অলিম্পিয়াডের জন্যে যেসকল ট্রিক্স এবং টেকনিক ব্যবহৃত হয় তা নিয়ে আলোচনা। তাছাড়াও প্রত্যেক সপ্তাহে তোমাদের পারফর্মেন্সের উপর ভিত্তি করে আলাদাভাবে মূল্যায়ন করা হবে।

কোর্সটি মূলত ৮ম থেকে ১২শ শ্রেণির শিক্ষার্থীদের কথা মাথায় রেখে করা হয়েছে। তবে এই শ্রেণির বাইরে যে কেউ চাইলে অংশগ্রহণ করতে পারবে। সেই ক্ষেত্রে তার স্কুল বীজগণিতে ভালো দখল থাকতে হবে।

কোর্স শুরু হবে ২৫ শে আগস্ট। সপ্তাহের দুইদিনের সেশনগুলো শুক্রবার এবং বুধবারে অনুষ্ঠিত হবে। সময় সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট। তবে শিক্ষার্থীদের প্রয়োজনে কিংবা অন্য কোন কারণে গণিতযজ্ঞ এটি পরিবর্তন করতে পারে।

মাধ্যমঃ অনলাইন (জুম)

বিষয়সমূহঃ

  1. সমীকরণ সমাধান

  2. বহুপদী

  3. এড হক

  4. অসমতা

  5. কাউন্টিং

  6. ইন্ডাকশন

  7. পিজিওনহোল প্রিন্সিপল

  8. এংগেল চেজিং

  9. সদৃশতা এবং অনুপাত

  10. বিভাজ্যতা, লসাগু/গসাগু

  11. মডুলার এরিথমেটিক

রেজিস্ট্রেশন প্রক্রিয়াঃ

  • কোর্স ফি ৪৫০০ টাকা।
  • নিচে দেয়া রেজিস্ট্রেশন ফর্মে গিয়ে প্রথমেই পেমেন্ট লিংক রয়েছে, সেই লিংক ব্যবহার করে পেমেন্ট সম্পন্ন করে তারপর ফর্মটি পুরণ করতে হবে। পেমেন্ট শুধুমাত্র বিকাশেই করা যাবে।
  • রেজিস্ট্রেশনের পর ২-১ দিনের মাঝে তোমার নিকট একটি কনফার্মেশন মেইল যাবে, তাই চোখ রাখো তোমার মেইল এড্রেসে।

পেমেন্ট কিংবা কোর্স সংক্রান্ত কোনো প্রশ্নের জন্যেঃ
মেইল এড্রেসঃ support@gonitzoggo.com
ফোন নম্বরঃ 01575190644

Registration Link: GZ Olympiad Training Course

5 Likes

Nice. Let’s hope this year it will be even better than last time

এ বছর আমরা শিক্ষার্থীদের জন্যে আলাদা করে মেন্টরশিপের ব্যবস্থা করছি, যাতে করে তারা এই কোর্স থেকে সর্ব্বোচ্চ আউটপুট নিতে পারে। তাছাড়াও স্টাডি ম্যাটেরিয়ালস হিসেবে নোট, প্রব্লেম সেট তো থাকছেই, এবং তা যেন নিয়মিত তারা ব্যবহার করতে পারে সেটাও নিশ্চিতকরণ এর ব্যবস্থা করা হবে।

5 Likes

কোর্স কি রেকর্ডেড থাকবে? কারণ বুধবার এর ক্লাস করতে পারবো না?

কোর্স রেকর্ডেড রাখার অপশন আছে?বুধবারে টাইম হবেনা

হ্যাঁ রেকর্ড দেয়া হবে।

Payment er last date kobe

21 August is the last date.

আমি আগে কখন অল্যম্পিয়াড এ অংশগ্রহণ করিনি। কোর্সের জন্য কি আমি উপযুক্ত? এবং উল্লেখিত বিষয় গুল কি স্ক্রাচ থেকে করানো হবে?

Will the course be conducted in english?

Registration has been closed.