Please, update this problems

এই ধরনের প্রব্লেমের উত্তরে দশমিকের পর কয় অঙ্ক দিতে হবে তা প্রশ্নের নিচে উল্লেখ করে দিলে ভালো হয়। অনেকেই এই ধরনের প্রব্লেমে দশমিকের পর ২, ৩ ও ১২ অঙ্ক দিয়ে চেষ্টা করে। তখন যদি উত্তর না মিলে তাহলে সবাই বোঝে যে তার উত্তর ভুল।
উপরে উল্লিখিত প্রশ্নে দশমিকের পর চার অঙ্ক দিতে হবে।

1 Like

আমি এই প্রশ্নের উত্তর ৫০ বার হলেও চেষ্টা করেছি। হয় আমি ২ অংক দিতাম না হলে ১০ অংক, তবুও ভুল দেখাতো। একবার রাগ করে এক অংক কমিয়ে কমিয়ে দিয়ে দেখলাম দশমিকের পর ৪ অংক দিয়ে পেলাম " You solved it finally. Great work!"

@Gomuj @math_rocker লিডাররা একটু দেখবেন। সমস্যা টা গুরুতর।

আমার মনে হয় প্রশ্নের নিচে দশমিকের পর কত ডিজিট লিখতে হবে সেটা উল্লেখ করলে ভালো হবে।

@math_rocker @Gomuj

Hello everyone. Thanks for notifying us. I have added an error margin on this one, so the floating points won’t be an issue anymore. Let me know if you find any other problems having similar issues.

1 Like