আসসালামু আলাইকুম সবাইকে । আজ আমি বলব একটি গণনার ক্ষেত্র নিয়ে। বলতে পারো কী? হ্যাঁ, তুমি হয়তো ঠিকই ধরেছ। আজকে আমি সংখ্যা, সংখ্যা ধারণা ও সংখ্যা পদ্ধতি সম্পর্কে বলব। তোমরা কি জান সভ্যতার শুরুতে সংখ্যা পদ্ধতি ছিল না। তবে গণনা পদ্ধতি ছিল। মানুষ তখন শুধু দাগ দিয়ে গণনার কাজ করত। বলতে পারো এক ধরনের ট্যালি চিহ্ন। তবে সভ্যতার উন্নতির সাথে সাথে জ্ঞান-বিজ্ঞানে যথেষ্ট উন্নতি হয়। এবং ধীরে ধীরে সৃষ্টি হয়েছে ১০টি অঙ্ক। তারা হলো ০, ১, ২, ৩, ৪,৫,৬,৭,৮ ও ৯। এবং এগুলি দ্বারাই সবগুলো সংখ্যা কত তৈরি করা হয়। তবে সংখ্যার কোনো শেষ নেই। তাই বিজ্ঞানীরা এটিকে বলেন ইনফিনিটি, আজ আমি ০ নিয়ে বলি। সর্বশেষ আবিষ্কৃত অঙ্কটি হলো 0। তবে O নিয়ে অনেক জটিলতা । সৃষ্টি হয়েছে। তার মধ্যে অন্যতম অমিমাংসিত সমস্যাগুলি হলো : 1/0 এর মান কত, O^0 এর মান কত, ইত্যাদি। আবার অনেকেই বলে যে 0! = 1 হয় কেন? তাহলে আগে 0! = 1 এর প্রমাণ দেখে নেই। ফাক্টরিয়ানা হলো কোনো সংখ্যা থেকে 1,2,3 বিয়োগ করে সেই সংখ্যাসহ তাদের গুণফল। তবে বিয়োগফল 0 হওয়া যাবে না। অথাৎ, 3! = 321 and 3*(3-1)X(3-2) দেখি, তাহলে দেখে, কারণ 3×(3-1) × (3-2) = 6 তাহলে
3! = 3×2×1
বা, 4×3×2×1/4
বা, 4!/4
অর্থাৎ, 2!=3!/3 ; 1!= 2!/2 ; তাই 0! = 1!/1 বা 1 হবে। আরেক সমস্যা বলা যাক।
আচ্ছা বলতো 1/0 = ? এখন তোমরা অনেকেই বলবে 1/0=ইনফিনিটি । এর জন্য অনেক যুক্তিও দেওয়া যাবে। তার একটি হলো,
1/1 = 1
1/0.5=2
1/6·05=20
1/0.0002=5000
1/0.0001 =10000
এখানে দেখা যাছে 1 কে যত ছোট সংখ্যা দ্বারা
ভাগ করা হচ্ছে মান ততই বড় হচ্ছে। তাই আমরা
বলে দিতেই পারি 1/0= ইনফিনিটি । আরেকভাবে যদি বলি তাহলেও সেটি ভাগের সাহায্যে। ভাগ অর্থ
কোনো সংখ্যাকে সে সংখ্যা দ্বারা ভাগ করা হবে।
অর্থাৎ ভাজা - ভাজক করতে করতে যতক্ষণ
পর্যন্ত ০ না আসে। সেটি হবে ভাগফল। যেমন
৯÷৩=৩
এখানে, ।
i) ১-৩-৬
ii) ৬-৩ = ৩
[ii)৩-৩ = ০
মোট ধাপ 3। তাই ভাগফল ৩। কিন্তু 1÷0 এর
= ক্ষেত্রে,
1÷0 =1
1÷0=1
1 ÷0 =1
…
যা ইনফিনিটি হবে। তবে 1/0 = ইনফিনিটি নয়। তার কারণ আমরা জানি কোনো সংখ্যাকে তার গুণাত্মক বিপরীত সংখ্যা দ্বারা গুণ করলে মান আসবে 1।
কিন্তু 0/1=0
১। কিন্তু 1/0 × 0 কিন্তু 0/0
নিয়ে আসে। যা হলো ০ এর আরেকটি সমস্যা। তা নিয়ে একটু পরে বলব। তাহলে এখান থেকে আমরা
বলতে পারি, কোনো ভগ্নাংশের হর ০ হবে না
এখন অনেকের মাঝে প্রশ্ন আসতে পারে হর
0 হলে কী হবে। আ হয় শূন হলে বিভিন্ন
অসম্ভব সিন্দান্ত তৈরি হতো যেমন, 2=1, 3=4,
4=5 ইত্যাদি। একটি উদাহরণ দেখি,
ধরি, a=b
কিন্তু, a\ne0 b\ne 0
So, a^2=ab
\implies{a^2-b^2}=ab-b^2
\implies(a+b)(a-b)=b (a-b)
\implies{a+b=b}
\implies{2b=b}
\implies{2=1}
তাই 1/0 = Undefined। এবার আসি ০/০ নিয়ে।
এটিও Undefined, কিন্তু কিছু
কিছু ক্ষেত্রে 0/0 = 0 ব্যবহার করা হয়। এ
তোমরা ভাবছ ০ নিয়ে যে শুধু সমস্যা তৈরি হয়েছে তা কিন্তু নয়। ০ সমাধান করেছে অনেক অমিমাংসীত গাণিতিক
সমস্যার ।
লেখা : মোঃ ইব্রাহীম
তথ্য
- BigganPiC
- Wikipedia
- Khan Academy