ICPC World Finals '24 Bangla Commentary

সবাইকে স্বাগতম। আজ দুপুর ১২ টায় শুরু হতে যাচ্ছে ৪৮তম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা।

আইসিপিসি কে বলা হয় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রোগ্রামিং প্রতিযোগিতা। প্রতিবছরই আমাদের দেশের একাধিক বিশ্ববিদ্যালয় এই প্রতিযোগিতার আন্তর্জাতিক আসরে অংশ নেয় এবং বেশ ভালো করে। ৪৬ তম আইসিপিসি তে এশিয়া ওয়েস্ট অঞ্চলে সেরা হয়েছিল বুয়েট এর একটি দল।

এই বছর বাংলাদেশ থেকে ৩টি দল World Finals এ অংশ নিচ্ছে। চলুন তাদের দেখে নেয়া যাক এক নজরে।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোয়ালিফাই করেছে DU__Ascending__ দল। দলের সদস্যরা হলেন Nayeemul Islam Swad ভাই, @Ayon Shahrier ভাই এবং Jubayer Nirjhor ভাই

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কোয়ালিফাই করেছে SUST_GuessForces দল। দলের সদস্যরা হলেন Alfeh Sani ভাই, Shahjalal Shohag ভাই এবং SH Rony ভাই।

কন্টেস্ট শুরু হয়ে গিয়েছে

কমেন্টারির ফেসবুক থ্রেড পাওয়া যাবে এই লিংকে

https://linktr.ee/icpccommbd24

University of Zagreb কন্টেস্টের প্রথম সমস্যাটি সমাধান করে ফেলেছে ইতোমধ্যে. Problem B সম্ভবত কন্টেস্টের সবচেয়ে সহজ সমস্যা।

কন্টেস্টের স্ট্যান্ডিং পাওয়া যাবে এই লিংকেঃ Scoreboard wf48_finals - DOMjudge

Problem C সবার আগে সমাধান করে র‍্যাংকলিস্টে ৩য় তে চলে এসেছে KAIST

Problem F সবার আগে সমাধান করে ফেলেছে St. Petersburg ITMO University

দ্বিতীয় চেষ্টায় Problem I সবার আগে সমাধান করে ফেলেছে University of Oxford

দেশী দলগুলোর মধ্যে সবার আগে সাবমিশন দিয়েছে DU. Problem C তে। যদিও সেটি সঠিক হয়নি।

প্রবলেম D সবার আগে সমাধান করেছে Kazakh-British Technical University.

কন্টেস্টের ২০ মিনিটের মধ্যেই দলগুলো আলাদা আলাদা ৫ টা সমস্যা সমাধান ইতোমধ্যে করে ফেলেছে।

MIT চতুর্থবারের চেষ্টায় প্রবলেম B সমাধান করে তাদের স্কোরের খাতা খুললো। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের শুরুটা বেশ ধীর ই ছিল বলতে হবে। All the best for them.

দেশী দলগুলোর মধ্যে সবার আগে একটি সমস্যা সমাধান করেছে SUST. কন্টেস্টের ২২তম মিনিটে তারা Problem B সমাধান করেছে।

তিনটি সমস্যার সমাধান করে ২য় তে উঠে এসেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন চীনের Peking University