ICPC World Finals '24 Bangla Commentary

৩৩তম মিনিটে Problem F সমাধান করে ৬ষ্ঠ স্থানে চলে এসেছে SUST.

একেবারে উপরে না থাকলেও ধীরে ধীরে উপরের দিকে চলে আসছে প্রতি বছর দাপিয়ে বেড়ানো রাশিয়ান দলগুলো।

চতুর্থ সমস্যার সমাধান করে এখনো শীর্ষ অবস্থান ধরে রেখেছে KAIST. They are doing really good.

এবারই প্রথমবার ICPC এর জাজ প্যানেল জয়েন করে এই মুহুর্তে বিশ্বের সেরা কম্পিটিটিভ প্রোগ্রামার tourist.

এইটুকু বাউন্ডারি ভুলের জন্য এমাইটির বাইনারি সার্চ Problem F এ কাজ করছে না। এমাইটির জন্য এই কন্টেস্ট এখনো সুখকর হয়ে ওঠেনি
image

৫৪ তম মিনিটে ৩য় চেষ্টায় Problem C সমাধান করে DU.

৫৬ তম মিনিটে প্রথম চেষ্টায়ই Problem B সমাধান করে ৪৭ তম অবস্থান চলে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ব্যাক টু ব্যাক দুইটি Acceptance সকল ঢাবিয়ানের জন্য স্বস্তির নিঃশ্বাস বয়ে আনলো।

এক ঘন্টার আপডেটঃ
দুটো সমস্যার সমাধান করে এশিয়া ওয়েস্ট অঞ্চলের সেরার অবস্থান এ আছে SUST, তাদের বর্তমান অবস্থান 19। একই ভাবে দুইটি সমস্যার সমাধান করেছে DU ও, কিন্ত পেনাল্টির কারণে তাদের অবস্থান 50। KUET দুইটি প্রবলেম চেষ্টা করে এখনো সাফল্য পায়নি কোনটিতেই। The game is on.

60 তম মিনিটে প্রথম সাফল্য পেয়েছে KUET দল. তাদের বর্তমান পজিশন 114. :boom:

পাঁচটি সমস্যার সমাধান করে শীর্ষ অবস্থানে চলে এসেছে গতবারের বিশ্বচ্যাম্পিয়ন চীনের Peking University.

SUST Problem C তে তাদের প্রথম অ্যাটেম্পট নিয়ে ব্যর্থ হয়েছে.

কম সময়ে চারটি সমস্যার সমাধান করে KAIST কে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে হাঙ্গেরির Eötvös Loránd University.

যদিও বিচারকদের মতে Problem A সহজ সমস্যাগুলোর একটা, কিন্তু জ্যামিতির সমস্যা হওয়ায় অনেক দলই এখনো এই প্রবলেম এ হাত দেয়নি. দুটো দল চেষ্টা করেও ব্যর্থ হয়েছে. Problem A এখনো Unsolved.

MIT কেও Problem A চেষ্টা করতে দেখা যাচ্ছে। এই নিয়ে ৫ টা সমস্যা পাশাপাশি সমাধান এর চেষ্টা চালিয়ে যাচ্ছে MIT. MIT এর বেশ খ্যাতি আছে আগে খাতা কলমে সমাধানগুলো ফাইনাল করে এরপর কোড লেখার। সো, যেকোন সময়ে দেখা যেতে পারে ধুম ধাম ৪-৫টা সমাধান করে এমাইটি সবাইকে “তাক লাগিয়ে দিয়েছে” :joy:

82 তম মিনিটে প্রবলেম I সমাধান করে এশিয়া ওয়েস্ট অঞ্চলের সেরার অবস্থানে চলে এসেছে Dhaka University. তিনটি সমস্যার সমাধান করে তাদের পজিশন এখন 40.

Problem A সবার আগে সমাধান করে ফেলেছে KAIST. তারা এখন আছে ৩য় অবস্থানে.

এই প্রথম ফিলিস্তিনের একটি বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড ফাইনালস এ অংশ নিচ্ছে। সব প্রতিকূলতা কাটিয়েও এতদূর আসতে পারা Birzeit University দলের জন্য অনেক অনেক শুভকামনা।

র‍্যাংকলিস্টের প্রথম পাঁচটি দল সবাই ৫ টি করে সমস্যার সমাধান করে ফেলেছে। ৬ষ্ঠ সমাধানের অপেক্ষায় আমরা.

কন্টেস্টের শততম মিনিটের কাছে এসেও বাংলাদেশের দুটো দল MIT এর উপরে থাকবে - এই দৃশ্য আমি কখনো আশা করিনি :3

Kudos to the BD teams!

94 তম মিনিটে KUET তাদের ২য় সমস্যা Problem C সমাধান করলো। তাদের বর্তমান অবস্থান 95.