ICPC World Finals '24 Bangla Commentary

স্কোরবোর্ডের উপরের দিকের দলগুলো এখন প্রবলেম L নিয়ে চেষ্টা শুরু করেছে। এটি সম্ভবত পুরো কন্টেস্টের একমাত্র Interactive Problem. KAIST এবং MIPT দল একবার করে চেষ্টা করেছে কিন্তু সফল হতে পারেনি এখনো।

99 তম মিনিটে Problem J সবার আগে সলভ করেছে Peking University. ৬ টি সমাধান নিয়ে তারা এখন স্কোরবোর্ডের শীর্ষে অবস্থান করছে।

103 তম মিনিটে Problem C সলভ করে দেশী দলগুলোর মধ্যে আবার শীর্ষ অবস্থানে চলে এসেছে SUST. ৩ টি সমধান নিয়ে SUST এখন আছে 38 তম পজিশনে. পাশাপাশি এশিয়া ওয়েস্ট এর সেরাও তারাই এই মুহুর্তে.

ভারতের দশটি IIT কোনটিই এখনো একবারের জন্যও ঢাবি/সাস্টের উপরে আসতে পারেনি. এখন পর্যন্ত ভারতীয় দলগুলোর জন্য আজকের দিন বেশ বাজে যাচ্ছে বলতে হবে. Sad for them.

৬টি সমস্যার সমাধান করে ২য় ও ৩য় অবস্থানে চলে এসেছে যথাক্রমে যুক্তরাষ্ট্রের Swarthmore College এবং চীনের Tsinghua University. KAIST ৫টি সমাধান নিয়ে এখনো আছে ৪র্থ অবস্থানে।

118 তম মিনিটে Problem D সমাধান করেছে Dhaka University. চতুর্থ সমস্যা সমাধান করে তাদের অবস্থান এখন 33 :heart:

দুই ঘন্টা আপডেটঃ

ঢাবি সমধান করেছে চারটি, সাস্ট তিনটি এবং কুয়েট দুইটি। ঢাবি বর্তমানে এশিয়া ওয়েস্ট এর সেরা দলের অবস্থান এ আছে। ঢাবি, সাস্ট এবং কুয়েট এর অবস্থান যথাক্রমে 37, 47 এবং 105.

সর্বোচ্চ ৬টি সমস্যা সমাধান হয়েছে এখন পর্যন্ত। প্রথম অবস্থানে আছে চীনের Peking University.

চারটি সমস্যার সমাধান করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে এশিয়া ওয়েস্ট সেরার লড়াই এ যুক্ত হয়েছে IIT Kharagpur. পেনাল্টির কারণে বর্তমানে যদিও তারা পিছিয়ে আছে ঢাবির চেয়ে।

MIT এর এই বছরের দলের নাম “MIT isn’t Training”. কম্পিটিটিভ প্রোগ্রামিং এর টিম নেমের এমন স্বার্থকতা আগে কখনো দেখেছি বলে মনে পড়ে না। :frog:

Problem J এবং A পর পর সলভ করে 24 তম অবস্থানে চলে এসেছে MIT. যদিও নর্থ আমেরিকা অঞ্চলের সেরার টাইটেল এখনো Swarthmore College এর দখলে রয়েছে।

129 তম মিনিটে Problem F সমাধান করে DU. এই নিয়ে তাদের মোট সলভ হলো পাঁচটি. এশিয়া ওয়েস্ট এর সেরা হিসেবে তারা এখন আছে 24 তম পজিশনে.

২য় সমাধানের পর KUET কে এখনো অন্য কোন প্রবলেম সাবমিট করেনি। SUST চতুর্থ প্রবলেম হিসেবে Problem I একবার চেষ্টা করে সফল হতে পারেনি।

প্রথম দল হিসেবে কন্টেস্টের একমাত্র Interactive প্রবলেম, Problem L সলভ করে ফেলেছে KAIST. এটি তাদের ৬ষ্ঠ সমাধান, যা তাদেরকে নিয়ে গেছে চতুর্থ অবস্থানে।

ধারণা করা হচ্ছে এইবার ব্রোঞ্জ মেডেলের কাটঅফ ৭ টা সমাধান হতে পারে।

Problem D সমাধান ৮ম অবস্থানে চলে এসেছে MIT. As I said before, MIT has the tendency of solving problems first and then making back to back submissions. From totally out of the race, MIT is in the race for medals now.

KAIST কে এখন Problem D কোড করতে দেখা যাচ্ছে।

155 তম মিনিটে Problem D সলভ করে শীর্ষ অবস্থানে উঠে এসেছে KAIST.

অতীতে ICPC রাজত্ব করা রাশিয়ান দলগুলোর দাপট এইবার খুব ববেশি প্রতীয়মান হচ্ছে না. Russian দলগুলোর মধ্যে সবার উপরে আছে MIPT.

আগের কমেন্ট লিখতে লিখতেই ৭ টা সমস্যা সমাধান করে আবারো টপ পজিশনে চলে এসেছে গতবারের বিশ্বচ্যাম্পিয়ন Peking University.

পঞ্চম সমস্যা হিসেবে Problem D চেষ্টা করেও সফল হতে পারেনি IIT Kharagpur. এশিয়া ওয়েস্ট সেরা এখনো DU.