ICPC World Finals '24 Bangla Commentary

২১৩তম মিনিটে SUST তাদের চতুর্থ সমস্যার সমাধান করেছে। Problem D সলভ করে তাদের অবস্থান এখন 63.

PekingU, MIPT, TsinghuaU, MIT - সবাই আটটা করে সমস্যার সমাধান করে প্রথম চারটি অবস্থান দখল করে আছে। ৯ম সমাধান যার আগে হবে, সে ই এগিয়ে থাকবে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে। দেখা যাক এই ভাগ্য নির্ধারণী ৯ম প্রবলেম কার ফেভারে আসে!

৪ ঘন্টা শেষ। স্কোরবোর্ড ফ্রিজ করে দেয়া হয়েছে। পরবর্তী ঘন্টায় আরো কারো সলভ আপডেট পাওয়া যাবেনা।

৪ ঘন্টা শেষে বাংলাদেশী দলগুলোর অবস্থাঃ

  1. DU (Asia West Top, 5 Solve, Rank 42)

  2. SUST (4 Solve, Rank 63)

  3. KUET(3 Solve, Rank 111)

Top 4 teams all have solve eight problems. Out of 12 problems, 11 problems have been solved atleast once.

Scoreboard Freeze হওয়ার আগে ঢাবি দল Problem A চেষ্টা করেছে আটবার, ফ্রিজের পরে আরো একবার। This problem definitely made them suffer a lot.

কন্টেস্ট শেষ। শেষ ঘন্টার আপডেটঃ

  1. DU শেষ ঘন্টায় প্রবলেম A ই চেষ্টা করেছে শুধু, তাও ১৩ বার। সবমিলিয়ে ২১টা সাবমিশন। আমি লাস্ট মিনিটেও DU এর সাবমিশন দেখেছি, তাই ধারণা করছি DU ঐ প্রবলেম সমাধান করতে পারেনি। ঢাবি শেষ করেছে ৫ টা সমাধানেই খুব সম্ভবত

  2. IIT Kharagpur ও ভুগেছে Problem A নিয়ে, শেষ ঘন্টায় তাদের ৬ টা সাবমিশন ছিল এই প্রবলেমে এবং শেষ সাবমিশন টা লাস্ট মিনিটে।

খুব অলৌকিক কিছু না হলে এশিয়া ওয়েস্ট এর সেরার মুকুট ঢাবির মাথায়ই যাচ্ছে আমার ধারণা। ঢাকা বিশ্ববিদ্যালয় দলের জন্য অনেক অনেক ভালোবাসা ❤

  1. SUST শেষ ঘন্টায় চেষ্টা করে গেছে Problem I. মনে হয়না হয়েছে তাদের।

  2. KUET শেষ মিনিট পর্যন্ত Problem I চেষ্টা করে গেছে, তাদের ও হয়নি বলেই আমার ধারণা।

  3. শেষ ঘন্টায় PekingU চেষ্টা করেছে নতুন দুটো প্রবলেম, MIPT করেছে একটা, Tsinghua করেছে ৩ টা এবং MIT করেছে দুটো। আমার মনে হচ্ছে Peking কমপক্ষে একটা AC পেয়েছে এবং Tsinghua কমপক্ষে দুটো।

আমার ব্যক্তিগত প্রেডিকশন হচ্ছে Tsinghua চ্যাম্পিয়ন হবে, ১০ সলভ নিয়ে। দেখা যাক!

Award Ceremony সন্ধ্যা ৭ টায় শুরু হবে। দেখা যাবে নিচের লিংকে। অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে ইন্সট্যান্ট আপডেট দিব না আমি। আগ্রহীরা লাইভ দেখতে পারেন। অনুষ্ঠান শেষ হলে একবারে ফাইনাল রেজাল্ট দিয়ে যাব।

https://www.youtube.com/watch?v=L3klaJscOVA

পাঁচ ঘন্টা ধরে যারা আমার বকবক দেখেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা।