ICPC World Finals '24 Bangla Commentary

বিচারকদের মতে Problem K এই কন্টেস্টের দ্বিতীয় সর্বোচ্চ কঠিন সমস্যা। ৬-৭ টা সমাধান করে ফেলা দলগুলোকে এখন Problem K চেষ্টা করতে দেখা যাচ্ছে। যদিও এখনো কোন দল এটি সমধান করতে পারেনি।

Problem K এর বেশ অনেকগুলো টেস্টকেস এ সফল হয়েছে MIPT. মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই তারা এটা সমাধান করে ফেলবে।

Problem L সলভ করে তৃতীয় পজিশনে চলে এসেছে Tsinghua University.

MIPT এর মতো Tsinghua ও Problem K প্রায় সমাধান করে ফেলেছে। দুই দলই একটা করে কর্নার কেস মিস করেছে।

৩য় ঘন্টার আপডেটঃ

৫টি সমস্যার সমাধান করে এশিয়ার সেরা অবস্থানে আছে DU(Rank 32). SUST করেছে ৩টি(Rank 71). KUET করেছে ২টি(Rank 115).

আটটি সমস্যার সমাধান করে শীর্ষ অবস্থানে আছে চীনের Peking University.

৩য় বার Problem I চেষ্টা করলো SUST কিন্তু এবারো তারা সফল হতে পারেনি.

প্রথম দল হিসেবে আজকের কন্টেস্টের দ্বিতীয় সর্বোচ্চ কঠিন সমস্যা, Problem K সমাধান করেছে MIPT, যা তাদেরকে নিয়ে গিয়েছে চতুর্থ অবস্থানে।

IIT Bhubaneswar চারটি সমস্যার সমাধান করে এশিয়া ওয়েস্ট রিজিওনের চতুর্থ অবস্থানে উঠে এসেছে।

বিচারকদের মতে আজকের কন্টেস্টের সবচেয়ে কঠিন সমস্যা(Stopper Problem) হচ্ছে Problem E. প্রথম দল হিসেবে Tokyo Tech কে এই প্রবলেম চেষ্টা করতে দেখা গেল কেবল। যদিও তারা সফল হতে পারেনি।

KAIST কে এখন Problem J কোড করতে দেখা যাচ্ছে।

Tsinghua কেবল Problem K সলভ করে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। শীর্ষ দুটি দলই এখন চীনা দল। The fight is internal now.

Problem E সলভ করে ফেলেছে Tokyo Tech. This was very unexpected. এই সলভ এর কারণে Tokyo Tech এখন আছে পঞ্চম অবস্থানে

DU কে কেবল Problem A চেষ্টা করতে দেখা গেল। যদিও তারা TLE পেয়েছে।

Problem I সমাধান করে MIT উঠে এসেছে ৭ম অবস্থানে। তাদের মোট সমাধান হলো ৭টি।

১৭ তম অবস্থানে থাকা Jagiellonian University in Krakow সবার আগে ১৭২ মিনিটে Problem H সমাধান করেছে। এখন পর্যন্ত অন্য কোন দল এই সমস্যা সমাধান করতে পারেনি। Pretty underdog move!

চতুর্থ চেষ্টায় Problem F সলভ করলো KUET. তিনটি সমাধান নিয়ে KUET এর অবস্থান এখন 107.

PekingU এখন কোড করছে Problem K, TsinghuaU করছে Problem H.

Problem L সমাধান করে ২য় অবস্থানে উঠে এসেছে MIPT. The Russians are back with their glory!

IT Kharagpur তাদের পঞ্চম সমস্যার সমাধান করে ফেলেছে ২০৯তম মিনিটে। ঢাবি এবং IIT-KGP দুই দলই সমান সংখ্যক সমাধান নিয়ে লড়ছে এশিয়া ওয়েস্ট রিজিয়নের সেরার টাইটেল এর জন্য।

এদিকে ৫ম প্রচেষ্টার পরেও Problem A তে এখনো সফল হতে পারেনি DU.

অষ্টম সমস্যার সমাধান করে চতুর্থ অবস্থানে উঠে এসেছে MIT. Swarthmore কে পেছনে ফেলে নর্থ আমেরিকা রিজিয়নের সেরা এখন MIT.

এবার দেখা বিশ্বসেরার দৌড়ে কতদূর আগায় MIT.